১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৩

শিরোনাম সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা Logo

মাদককাণ্ডে নাম জড়ানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি: সাফা কবির

মাদককাণ্ডে নাম জড়ানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি: সাফা কবির

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:২৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির দীর্ঘ沉黙 ভেঙে মুখ খুলেছেন মাদককাণ্ডে নিজের নাম জড়ানোর বিষয়ে। প্রায় আট মাস পর এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

গত বছর তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়ার সঙ্গে সাফা কবিরের নামও মাদক সংশ্লিষ্ট একটি খবরে উঠে আসে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। সে সময় সাফা সমস্ত মাধ্যমে নিজেকে আড়ালে রাখেন।

সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে এই বিষয়ে কথা বলেন সাফা। তিনি বলেন, “নিউজটা দেখে আমি শকড হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। আমার ক্যারিয়ার, কাজ—সবকিছু থমকে গিয়েছিল। তিন-চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে নিউজ করল, কিন্তু একবারও ভাবল না আমাদের জীবন ও পরিবারে এর প্রভাব কতটা গভীর হতে পারে।”

সাফা জানান, সংবাদ প্রকাশের কয়েকদিনের মধ্যেই একটি ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। সহকর্মী অনেক সিনিয়র শিল্পীও বিতর্ক এড়াতে তার সঙ্গে কাজ করতে চাননি। “আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু প্রমাণ দেখাবো কী? আমার তো কিছুই নেই, শুধুই কথায় বোঝানো,”— বলেন সাফা।

তবে সে সময় শোবিজের কিছু বন্ধু পাশে দাঁড়ান। তৌসিফ মাহবুব, জোভান এবং সিয়াম আহমেদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সাফা কবির মনে করেন, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়া যেমন অন্যায়, তেমনি হুজুগে ভিত্তিহীন তথ্য ছড়ানো ব্যক্তিগত জীবন ও পেশাগত ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুন