টরন্টো চলচ্চিত্র উৎসবে তারকাদের ঝলমলে উপস্থিতি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৯
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) সুবর্ণজয়ন্তী আসর শুধু সিনেমাতেই নয়, ফ্যাশন ঝলকানিতেও মাতিয়েছে টরন্টো শহরকে। একের পর এক প্রিমিয়ার ও গালা রেড কার্পেটে হাজির হয়েছেন তারকারা, যেখানে দেখা গেছে ঝলমলে পোশাক, আভিজাত্য আর ফ্যাশন পরীক্ষার নান্দনিক সাহসী প্রকাশ। ৫০তম আসরের রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি যেন প্রতিটি দিনকেই রূপ দিচ্ছে ফ্যাশন শো–তে। উৎসবে তারকাদের ফ্যাশনেবল উপস্থিতির স্থিরচিত্র নিয়েই এই আয়োজন।
অ্যাঞ্জেলিনা জোলি
এবারের উৎসবে নতুন ছবি ‘ক্যুচার’–এর প্রিমিয়ারে হাজির হন জোলি। পরনে চকোলেট রঙের ট্রেঞ্চ কোট ড্রেস, যা ডিজাইন করেছেন গ্যাব্রিয়েলা হার্স্ট। সঙ্গে ছিল কার্টিয়েরের গয়না ও শিয়ার ব্ল্যাক স্টকিংস—যা তাকে দিয়েছে রাজসিক আভা।
আনিয়া টেলর-জয়
আনিয়া টেলর-জয় এবার দর্শকদের মুগ্ধ করেছেন ডিওর–এর নতুন ডিজাইনার জনাথন অ্যান্ডারসনের তৈরি হালকা নীল সাটিন গাউনে। টিফানি অ্যান্ড কো.–এর প্লাটিনাম ও অ্যাকোয়ামারিন নেকলেসে তার লুক হয়ে ওঠে আরও ঝলমলে।
সিডনি সুইনি
নিজের ছবি ‘ক্রিস্টি’–র প্রিমিয়ারে পরেছিলেন সিডনি। কানাডিয়ান বংশোদ্ভূত ডিজাইনার এরডেম–এর গোলাপি করসেট গাউনে দারুণ নজরকাড়া ছিলেন তিনি।
কিরস্টেন ডান্সট
উৎসবে কিরস্টেন নজর কাড়েন ভ্যালেনটিনো–র সিফোম সবুজ গাউনে। পরে টিআইএফএফ ট্রিবিউট অ্যাওয়ার্ডস–এ তার লেসি বোহো পোশাকও ছিল আলোচনায়।
কেরি ওয়াশিংটন
কেরির পরনে ছিল সাদা ব্যাকলেস গাউন। যে গাউনের ক্রিস্টালের ঝলকানি যেন যোগ করেছিল পুরনো হলিউডের গ্ল্যামার।
এল ফ্যানিং
৫০ তম আয়োজনে এল ফ্যানিং বল গাউন থেকে বেরিয়ে এলেন টু-টোনড ভ্যালেনটিনো ড্রেসে।
টেসা থম্পসন
কালো ট্যাফেটা গাউনে মুগ্ধ করেছেন টেসা, যার বড় আকর্ষণ ছিল ড্রেসের পকেট আর বিশাল রিবন।
ক্যাথরিন ও’হারা
কানাডার প্রিয় তারকা ঝলমল করেছেন আলবার্তা ফেরেত্তি–র সিকুইন পোশাকে।
চার্লি এক্সসিএক্স
সেন্ট লরেন্ট–এর গ্রীন লঞ্জেরি-স্টাইল ড্রেসে উপস্থিত হয়ে আলোচনায় ছিলেন ‘স্যাক্রিফাইস’ ও ‘এরুপচিয়া’—দুটি ছবির জন্যই।
মিকায়েলা কোয়েল
ছিলেন আলাদা বার্তায় অনন্য। সুদানের ঐতিহ্যবাহী পোশাক তৌব পরে তিনি জানালেন নিজের সমর্থন ও প্রতিবাদের ভাষা।
রায়ান রেনল্ডস
পুরুষ তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন রায়ান রেনল্ডস। জন ক্যান্ডিকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির প্রিমিয়ারে তিনি হাজির হন ব্রুনেলো কুচিনেলি–র স্যুটে। তবে সেটি বিশেষভাবে সাজানো হয়েছিল টরন্টোর স্থানীয় ব্র্যান্ড জুড–এর তৈরি কাস্টমাইজড প্যাচ দিয়ে, যেখানে জন ক্যান্ডির ক্যারিয়ারের প্রতীকী রেফারেন্স যুক্ত করা হয়।
আরও পড়ুন
- ১ রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল
- ২ বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী
- ৩ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ৪ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৫ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৬ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৭ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৮ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক