১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫৩

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

টরন্টো চলচ্চিত্র উৎসবে তারকাদের ঝলমলে উপস্থিতি 

টরন্টো চলচ্চিত্র উৎসবে তারকাদের ঝলমলে উপস্থিতি 

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৯

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) সুবর্ণজয়ন্তী আসর শুধু সিনেমাতেই নয়, ফ্যাশন ঝলকানিতেও মাতিয়েছে টরন্টো শহরকে। একের পর এক প্রিমিয়ার ও গালা রেড কার্পেটে হাজির হয়েছেন তারকারা, যেখানে দেখা গেছে ঝলমলে পোশাক, আভিজাত্য আর ফ্যাশন পরীক্ষার নান্দনিক সাহসী প্রকাশ। ৫০তম আসরের রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি যেন প্রতিটি দিনকেই রূপ দিচ্ছে ফ্যাশন শো–তে। উৎসবে তারকাদের ফ্যাশনেবল উপস্থিতির স্থিরচিত্র নিয়েই এই আয়োজন।

অ্যাঞ্জেলিনা জোলি
এবারের উৎসবে নতুন ছবি ‘ক্যুচার’–এর প্রিমিয়ারে হাজির হন জোলি। পরনে চকোলেট রঙের ট্রেঞ্চ কোট ড্রেস, যা ডিজাইন করেছেন গ্যাব্রিয়েলা হার্স্ট। সঙ্গে ছিল কার্টিয়েরের গয়না ও শিয়ার ব্ল্যাক স্টকিংস—যা তাকে দিয়েছে রাজসিক আভা।

আনিয়া টেলর-জয়
আনিয়া টেলর-জয় এবার দর্শকদের মুগ্ধ করেছেন ডিওর–এর নতুন ডিজাইনার জনাথন অ্যান্ডারসনের তৈরি হালকা নীল সাটিন গাউনে। টিফানি অ্যান্ড কো.–এর প্লাটিনাম ও অ্যাকোয়ামারিন নেকলেসে তার লুক হয়ে ওঠে আরও ঝলমলে।

সিডনি সুইনি
নিজের ছবি ‘ক্রিস্টি’–র প্রিমিয়ারে পরেছিলেন সিডনি। কানাডিয়ান বংশোদ্ভূত ডিজাইনার এরডেম–এর গোলাপি করসেট গাউনে দারুণ নজরকাড়া ছিলেন তিনি।

কিরস্টেন ডান্সট
 উৎসবে কিরস্টেন নজর কাড়েন ভ্যালেনটিনো–র সিফোম সবুজ গাউনে। পরে টিআইএফএফ ট্রিবিউট অ্যাওয়ার্ডস–এ তার লেসি বোহো পোশাকও ছিল আলোচনায়।

কেরি ওয়াশিংটন
কেরির পরনে ছিল সাদা ব্যাকলেস গাউন। যে গাউনের ক্রিস্টালের ঝলকানি যেন যোগ করেছিল পুরনো হলিউডের গ্ল্যামার।

এল ফ্যানিং
৫০ তম আয়োজনে এল ফ্যানিং বল গাউন থেকে বেরিয়ে এলেন টু-টোনড ভ্যালেনটিনো ড্রেসে।

টেসা থম্পসন
কালো ট্যাফেটা গাউনে মুগ্ধ করেছেন টেসা, যার বড় আকর্ষণ ছিল ড্রেসের পকেট আর বিশাল রিবন।

ক্যাথরিন ও’হারা
কানাডার প্রিয় তারকা ঝলমল করেছেন আলবার্তা ফেরেত্তি–র সিকুইন পোশাকে।

চার্লি এক্সসিএক্স
সেন্ট লরেন্ট–এর গ্রীন লঞ্জেরি-স্টাইল ড্রেসে উপস্থিত হয়ে আলোচনায় ছিলেন ‘স্যাক্রিফাইস’ ও ‘এরুপচিয়া’—দুটি ছবির জন্যই।

মিকায়েলা কোয়েল
ছিলেন আলাদা বার্তায় অনন্য। সুদানের ঐতিহ্যবাহী পোশাক তৌব পরে তিনি জানালেন নিজের সমর্থন ও প্রতিবাদের ভাষা।

রায়ান রেনল্ডস
পুরুষ তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন রায়ান রেনল্ডস। জন ক্যান্ডিকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির প্রিমিয়ারে তিনি হাজির হন ব্রুনেলো কুচিনেলি–র স্যুটে। তবে সেটি বিশেষভাবে সাজানো হয়েছিল টরন্টোর স্থানীয় ব্র্যান্ড জুড–এর তৈরি কাস্টমাইজড প্যাচ দিয়ে, যেখানে জন ক্যান্ডির ক্যারিয়ারের প্রতীকী রেফারেন্স যুক্ত করা হয়।

আরও পড়ুন