১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫৩

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪৩

লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেছে, শরীরে সংক্রমণ বেড়েছে এবং কিডনির জটিলতাও রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না বলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর কয়েক দফায় শারীরিক অবস্থার ওঠানামা চলতে থাকে।

তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রাখতে হয়েছে। ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন তিনি। সার্বিকভাবে এখন তার অবস্থা ভালো নয়।

আরও পড়ুন