১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৫

শিরোনাম সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা Logo

ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ

ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৭

ঢাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আজ, রোববার (৭ সেপ্টেম্বর), শপথ নিতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে বটতলায় দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা এবং হল সংসদসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীগণ শপথবাক্য পাঠ করবেন।

এতে আরও জানানো হয়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ওই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন