১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫০

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

জাকসু ভোট: নির্ধারিত সময়ের পরেও শেষ হয়নি ২ কেন্দ্রের ভোট

জাকসু ভোট: নির্ধারিত সময়ের পরেও শেষ হয়নি ২ কেন্দ্রের ভোট

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৬

শেষ সময়ে ভোটারদের ভিড় বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দুই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দিন আহমদ হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল। তবে শেষ সময়ে ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় সময়সীমা অতিক্রম করে ভোটগ্রহণ চালিয়ে যেতে হয়।

দুই হলের রিটার্নিং কর্মকর্তারা জানান, বিকেল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন, শুধু তাদের ভোটগ্রহণ করা হয়েছে। অতিরিক্ত সময়েও শুধুমাত্র ওই ভোটারদেরই ভোট নেওয়া হয়।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর পুরাতন প্রশাসনিক ভবনে ব্যালট বাক্স আনা শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

নির্বাচন ঘিরে চতুর্দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল এপিবিএন, বিজিবি এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আরও পড়ুন