জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৮ হাজারের বেশি

প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে শুরু হয়েছে। গণনা চলছে ম্যানুয়ালি এবং ফলাফল দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়ম ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে কোথাও কোথাও নির্ধারিত সময় বিকেল ৫টার পরও ভোট গ্রহণ চলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ করতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ১৬ জন। উপস্থিতির হার প্রায় ৬৭ দশমিক ৯ শতাংশ।
নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে শেষ সময়ে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সব প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়াও আরও তিনটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন।
পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন চারটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। প্যানেলগুলো হলো: সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্ট (একাংশ) সমর্থিত প্যানেল।
ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শুরু হয়েছে এবং সেখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনের দিন সকাল থেকেই কোথাও ব্যালট পেপার না পৌঁছানো, কোথাও বিদ্যুৎ বিভ্রাট বা অমোচনীয় কালি না থাকায় ভোটগ্রহণে একাধিকবার বিঘ্ন ঘটে। সব মিলিয়ে ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের দিনজুড়ে ছিল উৎসাহ, অভিযোগ, বর্জন ও নানা বিতর্ক।
আরও পড়ুন
- ১ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ২ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৩ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৪ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৫ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৬ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ৭ জাকসু নির্বাচনের ফল আসতে পারে শুক্রবার
- ৮ মাদককাণ্ডে নাম জড়ানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি: সাফা কবির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক