১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৫

শিরোনাম সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা Logo

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪১

আজ বারো রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন হিসেবে এ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরবের মক্কা নগরের কুরাইশ বংশে তিনি পাঁচশ সত্তর খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ছয় বছর বয়সে মাতা এবং জন্মের পূর্বেই পিতা হারা, তবুও জীবন গাঁথা ইতিহাস হয়ে গেছে। ছয়ষট্টি খ্রিষ্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

সারা বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিনটি উদযাপন করতে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সব মসজিদে কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, ওয়াজ মাহফিল, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বইমেলা, সিরাত স্মরণিকা প্রকাশ, ক্বিরাত, হামদ‑নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা শালীন ভাষায় মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। শিক্ষা, ধর্ম, সংস্কৃতি এবং মানবমুক্তির আদর্শে উদ্বুদ্ধ হতে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাবলি অনুসরণে গুরুত্বারোপ করা হয়েছে।

উৎসবমুখর এ দিন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সড়ক ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভক্ত ও নাগরিকদের নির্বিঘ্ন চলাফেরায় ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য নবীজীর স্মৃতিচারণ এবং শিক্ষা উপলব্ধি করে নতুন উদ্যমে জীবন গড়ার সুযোগ এনে দেয়। সবাই যেন শান্তি, কল্যাণ ও মানবতার পথে এগিয়ে যায়—সে প্রত্যাশা নিয়েই দিনটি উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন