১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:০৪

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন

ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫৫

নেপালে জেনারেশন জি বা তরুণদের আন্দোলনে সরকার পতনের পর প্রতিবেশী দেশ ভারতেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার বিহারে চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের পর এবার আসামেও বিক্ষোভে উত্তাল জনপদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) আসামের তিনসুকিয়া জেলায় তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবিতে রাজপথে নামে মোড়ান সম্প্রদায়ের প্রায় ২০ হাজার মানুষ। অল মোড়ান স্টুডেন্টস ইউনিয়নের (এএমএসইউ) নেতৃত্বে তালাপ, কাকোপাথার মার্ঘেরিটায় কর্মসূচির পর বিশাল মিছিল বের হয় বরগুড়ি আইটিআই মাঠ থেকে। নারী-পুরুষ নির্বিশেষে অংশ নেয় এই বিক্ষোভে।

এএমএসইউ সভাপতি পোলিন্দ্র বরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে এসটি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়কান্ত মোড়ান বলেন, কংগ্রেস, এজিপি, বিজেপি সবাই শুধু আমাদের ব্যবহার করেছে। এবার যদি দাবি না মানা হয়, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্থনৈতিক অবরোধ। বিক্ষোভকারীরা সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিক্ষোভ শেষে তিনসুকিয়ার চারিআলিতে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়, যেখানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ছাত্রনেতারা।

আরও পড়ুন