১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:০৮

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত ৩৪, আহত ছাড়িয়েছে সহস্রাধিক

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত ৩৪, আহত ছাড়িয়েছে সহস্রাধিক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৬

নেপালে চলমান ‘জেনারেশন জেড’ আন্দোলন ক্রমেই রূপ নিচ্ছে রক্তাক্ত সহিংসতায়। সাম্প্রতিক এই বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে, আর আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অনেকেই বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ও সহিংস ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম ‘হিমালয়ান টাইমস’ জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. প্রকাশ বুধাথোকি জানান, আহতদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ৯৪৯ জন আহত বিক্ষোভকারী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

সরকারি তথ্যমতে, নিহত ৩৪ জনের মধ্যে কেবল ন্যাশনাল ট্রমা সেন্টারেই মৃত্যু হয়েছে ৮ জনের, সিভিল সার্ভিস হাসপাতালে ৬ জন, ভেরি হাসপাতালে ৫ জন, ফ্রন্টলাইন ও এভারেস্ট হাসপাতালে ৩ জন করে, বিপি কৈরালা ইনস্টিটিউট ও কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন করে এবং অন্যান্য হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

বিক্ষোভ শুরু হয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে, যেখানে তরুণ প্রজন্ম ‘জেন-জি’ আন্দোলনের ব্যানারে রাস্তায় নামে। কিন্তু খুব দ্রুত এই আন্দোলন সহিংস রূপ নেয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সরকারি-বেসরকারি ভবনে অগ্নিসংযোগ, মন্ত্রীদের বাড়িতে হামলা, এমনকি উদ্ধারে সেনা হেলিকপ্টার ব্যবহারের ভিডিও পর্যন্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এরই মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজধানীতে জরুরি কারফিউ জারি করেছে প্রশাসন। সেনাবাহিনী নগরজুড়ে টহল দিচ্ছে এবং নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন