১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৩

শিরোনাম সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা Logo

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:২১

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।

তার বড় ছেলে ইমাম জাফর নোমানী জানিয়েছেন, গত বুধবার বিকেল থেকে তার মায়ের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং রক্তচাপ নেই। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডাক্তাররা কৃত্রিমভাবে ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং মেশিনের মাধ্যমে ফুসফুস চালিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি জানান, “এই অবস্থায় শারীরিক উন্নতির আর তেমন কোনো আশা নেই। তবুও চিকিৎসকদের পরামর্শে আরও কিছু সময় লাইফ সাপোর্টে রাখা হচ্ছে।”

ইমাম জাফর আরও জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করছে। তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করছি, চিকিৎসার জন্য কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন।”

আরও পড়ুন