ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৩
ফরিদপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একজনের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে না পারলে তাদের আরও ছয় মাস জেলে রাখার নির্দেশ দেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের মো. সোহেল মোল্লা (২৫)। অপর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ জুলাই রাতে শিশুটি মুখে পানি দিতে বাইরে টিউবয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে মুখ বেঁধে ফেলে চলে যায়। পরে শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামির বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘটনার তিন দিন পর ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করেন। আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।
আরও পড়ুন
- ১ রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল
- ২ বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী
- ৩ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ৪ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৫ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৬ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৭ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৮ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক