২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২৩:৫৭

শিরোনাম জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি Logo পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা চালু হবে: ভারতীয় হাইকমিশনার Logo রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবির ৮৬.৭ মিলিয়ন ডলার ঋণ-অনুদান Logo ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল Logo পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo

৪ হাজার ৯৫৩ কর্মীকে ওএসডি করেছে ইসলামী ব্যাংক

৪ হাজার ৯৫৩ কর্মীকে ওএসডি করেছে ইসলামী ব্যাংক

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৯

কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই নিয়োগ পাওয়া ৫ হাজার ৩৮৫ জন কর্মীর বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। 

গত শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৪ হাজার ৯৫৩ জন অংশ না নেওয়ায় তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে ২০০ জনকে ছাঁটাই করেছে ব্যাংকটি। এরপর পটিয়ায় কর্মীদের বিক্ষোভ হয়, যেটি পুলিশ পরে সরিয়ে দেয়।

মূল্যায়ন পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে বলে। বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এ ধরনের সিদ্ধান্ত তাদের নিজস্ব এখতিয়ার। চিঠির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

রিটকারী কর্মকর্তা জিয়া উদ্দিন নোমান জানান, তিনি বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা আলোচনায় আছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আদালতের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে নির্দেশনা দিয়েছে। পরবর্তীতে কেউ আদালতে গেলে ব্যাংক বলার সুযোগ পাবে যে তারা নির্দেশনা মেনে কাজ করেছে।

ইসলামী ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ব্যাংকে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২১ হাজার, যার মধ্যে ১১ হাজারকে ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের কোনো অভিজ্ঞতা, বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়। শুধু চট্টগ্রামের পটিয়াতেই এ ধরনের ৪ হাজার ৫২৪ কর্মী রয়েছেন।

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনিয়মিতভাবে নিয়োগ পাওয়া কর্মীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। যারা অংশ নেয়নি তাদের ওএসডি করা হয়েছে। সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ২০০ জনকে ছাঁটাই করা হয়েছে। কিছু কর্মীর সনদ জাল বলেও সন্দেহ রয়েছে।

ব্যাংক জানায়, তারা সকল নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন