ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৭
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদি হামলার শিকার হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় তার মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃত্বাধীন যুব সংগঠনের একজন নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন।
আটকৃতদের মধ্যে একজনকে গণধোলাই দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির ওপর চড়াও হন, মোবাইল ফোনটি কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার সময় উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, “আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়।”
এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক
আরও পড়ুন
- ১ এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত
- ২ চাঁদাবাজির অভিযোগে সাবেক সমন্বয়ক রাব্বিসহ গ্রেপ্তার ৪
- ৩ বিনা ভোটেই বিসিবি পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক
- ৪ পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে ‘অসুর’ রূপে ট্রাম্প-শাহবাজ
- ৫ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি
- ৬ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
- ৭ রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার
- ৮ বিসিবি নির্বাচনে ইশরাকের অংশগ্রহণ স্থগিত
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৫ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই
- ৬ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৭ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৮ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা