২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৪:১১

শিরোনাম এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo

ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৭

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদি হামলার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় তার মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃত্বাধীন যুব সংগঠনের একজন নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন।

আটকৃতদের মধ্যে একজনকে গণধোলাই দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির ওপর চড়াও হন, মোবাইল ফোনটি কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার সময় উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, “আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়।”

এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক 

আরও পড়ুন