২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ২২:৩৪

শিরোনাম দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo একুশে বইমেলা স্থগিত Logo ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু Logo চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo

হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা

হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০০:০২

লালমনিরহাটের হাতীবান্ধায় গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্নহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া নিজবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতার হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া(৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগম বিবাদ লাগে। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে একই ধরনার সাথে পাশাপাশি জড়িয়ে ধরে রশিতে ঝুলে আত্নহত্যা করেন। 

রাতেও তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের দু'জনের ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুনবী বলেন, চেয়ারম্যানকে বিচার দেয়ায় অভিমানে তারা দুজনে আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন