২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১৭:৫৬

শিরোনাম চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত Logo

মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার

মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৬

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সমুদ্র ও উপকূলে কারেন্ট জাল, ট্রল ডোর এবং সোনার সিস্টেম ব্যবহার করে মাছের অতিআহরণ চলছে, যা দেশের মূল্যবান মৎস্য সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি প্রতিরোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২০২৫-২৬)’ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময় দেশের ৬০ শতাংশ মাছ মুক্ত জলাশয়ে পাওয়া যেত, বর্তমানে তা কমে ৪০ শতাংশে নেমে এসেছে। অনিয়ন্ত্রিত পানি দূষণ, ভরাট ও পর্যটনের কারণে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফরিদা আখতার আরও বলেন, বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষে রয়েছে, কিন্তু এই সাফল্য ধরে রাখতে আরও গভীর গবেষণা ও উন্নয়ন জরুরি। দেশের গর্ব হালদা নদীর রুই ও কাতলা মাছের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য গবেষণা বাড়াতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, মৎস্য সম্পদের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সুযোগ-সুবিধা এখনও অপর্যাপ্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি দূষণ নিয়ন্ত্রণ, দক্ষ জনশক্তি তৈরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন