২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১৬:৪৪

শিরোনাম চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত Logo

গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৬

গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যম ইস্যুতে দেওয়া বহু সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। একইসাথে তিনি মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা সবাই জানে। কোন মিডিয়ায় তিনি কাজ করতেন সেটাও আমরা জানি। অনেকেই শুধু স্বার্থসিদ্ধির জন্য অনুমোদন নিয়ে সংবাদপত্র চালাচ্ছেন—তাদের কর্মীদের কোনও প্রশিক্ষণ বা নিরাপত্তা নেই।"

কামাল আহমেদ আরও বলেন, "সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত মানোন্নয়নে 'সাংবাদিকতা সুরক্ষা আইন' প্রণয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক হওয়ার যোগ্যতা নির্ধারণের সুপারিশও কমিশন করেছে। কিন্তু বাস্তবে এসবের কিছুই কার্যকর হয়নি।"

তিনি মন্তব্য করেন, "অর্ধমৃত প্রেস কাউন্সিলকে পুনরুজ্জীবনের কথা বলা অর্থহীন। এর বদলে প্রয়োজন একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।"

সরকারের সমালোচনা করে তিনি বলেন, "এই সরকারের আমলে এত গণমাধ্যম অনুমোদনের কথা কল্পনাই করা যায়নি। হাজার হাজার মিডিয়া গজিয়ে উঠেছে। অথচ গণঅভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের যে সুযোগ এসেছিল, তার কোনো ব্যবহার হয়নি।"

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান, "আপনারা আজকে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অঙ্গীকার করেছেন, এজন্য ধন্যবাদ। তবে এসব সংস্কার শুধু বিবেচনায় না নিয়ে বাস্তবায়নও করতে হবে।"

আরও পড়ুন