২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১৮:০০

শিরোনাম চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত Logo

যৌথবাহিনীর অভিযানে সেই আ.লীগ নেতা গ্রেফতার

যৌথবাহিনীর অভিযানে সেই আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৮

ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতের অভিযানে আব্দুল খালিকের বাড়ির একটি খড়ের ঘর থেকে একটি দেশীয় রিভলভার, একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

আটক আব্দুল খালিক স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি একই ইউনিয়নের খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ জানায়, ১৯৯৯ সালে তৎকালীন এমপি মোহিবুর রহমান মানিকের এক সংবর্ধনা সভায় প্রকাশ্যে গুলি চালিয়ে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীকে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও প্রবাসীদের বাড়ি-ঘর ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যেখানে ভয়ভীতি ও অস্ত্রের ব্যবহার করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, "গ্রেফতারকৃত আব্দুল খালিকের বিরুদ্ধে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্র সম্পর্কে তদন্ত চলমান রয়েছে।"

আরও পড়ুন