২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১৭:৫৯

শিরোনাম চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত Logo

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৯

ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তা।

২০২১ সালের ১৪ নভেম্বর মামলা দায়েরের পর তদন্ত শেষে বিভিন্ন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনের আওতায় চার্জশিট অনুমোদন দেয় দুদক।

পিকে হালদার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং ২০২২ সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন