২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১৭:৫৭

শিরোনাম চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত Logo

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৫

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তারবাড়ি নামক স্থানে একটি ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্র আশরাফুল ইসলাম (১৬) ও তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭) নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী কমলপুর হযরত শাহজালাল (রা.) আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের আবুল কাসেমের ছেলে। আর নিহত ইমন মিয়া একই গ্রামের গিয়াসউদ্দিন মাস্টারের ছেলে।

মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল জানান, হাফেজ আশরাফুল ইসলাম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হাফিজিয়া মাদ্রাসার মসজিদে ইমামতি করতেন। শনিবার রাতে মোটরসাইকেলে করে ফুফাতো ভাই ইমনসহ নিজ বাড়ি ধর্মমন্ডল ফিরছিলেন। পথে ডাক্তারবাড়ি এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নিলে ইমনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, হাইওয়ে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন