২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০০:২১

শিরোনাম রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo একুশে বইমেলা স্থগিত Logo ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু Logo

হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা

হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০২

২০২৬ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ১২,৯৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

ঘোষিত প্যাকেজ তিনটি হলো:

প্যাকেজ-১: ৬,৯০,৫৯৭ টাকা

প্যাকেজ-২: ৫,৫৮,৮৮১ টাকা

প্যাকেজ-৩: ৪,৬৭,১৬৭ টাকা

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। অনুমোদিত হজ এজেন্সিগুলো এই প্যাকেজের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত প্যাকেজ দিতে পারবে।

ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি জানান, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে, এবং সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

উল্লেখ্য, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ছিল, সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার টাকা। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

আরও পড়ুন