২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০০:৪৯

শিরোনাম পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo একুশে বইমেলা স্থগিত Logo

ভারতের কাছে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

ভারতের কাছে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:০৫

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পাওয়া পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে।

জবাবে শুরুতে ভারত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রানে খেলছে। ক্রিজে রয়েছেন শুভমন গিল ও তিলক ভার্মা। অভিষেক শর্মা ৫ ও সূর্যকুমার যাদব ১ রান করে ফেরেন।

পাকিস্তান ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ৮৪ রান করে, এরপর ১৩১ রানে তাদের ৫ উইকেট চলে যায়। মোট ১৪১ রানে ৯ উইকেট হারায় তারা।

ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন, যার মধ্যে পাঁচটি চার ও তিনটি ছক্কা ছিল। ফখর জামান ৩৫ বলে ৪৬ রান করে আউট হন।

তিনে নামা সাঈম আইয়ূব ১৪ রান করেন। অধিনায়ক সালমান আঘা ৮ রান করে ফেরেন। পরে শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ শূন্য রানে আউট হন।

ভারতের বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলও দুটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন