ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২১
দীর্ঘ ২৩ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বজুড়ে সমালোচনার মুখেও মার্কিন সমর্থন পেয়ে বর্বর হামলা ও গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার দেশটি।
তবে এবার দেরিতে হলেও গাজায় এই আগ্রাসন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধার প্রতিবাদে সরব হতে শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো এশিয়ার গুরুত্বপূর্ণ শক্তি জাপান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কড়া ভাষায় বলেন, “যদি ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বাধা দেয়, তাহলে জাপান তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
শিগেরু ইশিবা বলেন, “জাপান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এটি কেবল সময়ের ব্যাপার। আমাদের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে। উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। সম্প্রতি ইসরায়েলের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বারবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, যা আমাদের জনগণকে ক্ষুব্ধ করেছে।”
তিনি আরও বলেন, “জাপান শান্তি চায়, কিন্তু সে শান্তিকে বাধাগ্রস্ত করা হলে আমরা চুপ থাকব না। ভবিষ্যতে ইসরায়েল যদি কোনোভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দেয়, আমরা নতুন ও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।”
সম্প্রতি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও পর্তুগালসহ একাধিক পশ্চিমা দেশ।
তবে জাপান, যারা ইতোমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সক্রিয় এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ঐতিহ্যগতভাবে সংযত নীতি অনুসরণ করে, এবারই প্রথম এত সরাসরি ও কড়া অবস্থান প্রকাশ করলো।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, জাপান এর আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে শেষ মুহূর্তে পেছাতে হয় টোকিওকে। তবে এবার জাতিসংঘের মঞ্চ থেকেই জাপানের প্রধানমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক বড় বার্তা।
আরও পড়ুন
- ১ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি
- ২ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
- ৩ রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার
- ৪ বিসিবি নির্বাচনে ইশরাকের অংশগ্রহণ স্থগিত
- ৫ দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন
- ৬ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
- ৭ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হিংসা শিশুদের জন্য বিপজ্জনক: জেনিফার লরেন্স
- ৮ ভারতের কাছে ১৪৬ রানে অলআউট পাকিস্তান
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৩ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৪ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৫ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই
- ৬ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৭ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৮ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের