নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৫
প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে নির্বাচন সংস্কার কিংবা সংবিধান সংস্কার কমিশনের বৈঠকে নিম্নকক্ষের জন্য কোনো প্রস্তাব উত্থাপন হয়নি বলে জানিয়েছেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের আলোচনায়ও নিম্নকক্ষে পিআর প্রসঙ্গ তোলেনি কেউ।
সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি— উভয় দলই জানিয়েছে, তারা নিম্নকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নয়। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা দ্বি-কক্ষের সংসদেরই বিরুদ্ধে, উচ্চকক্ষে কিছু আলোচনা হলেও নিম্নকক্ষে পিআরের প্রসঙ্গ উঠেনি।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “নিম্নকক্ষে পিআরের জন্য দেশের রাজনৈতিক দল ও জনগণ প্রস্তুত নয়, মনস্তাত্ত্বিকভাবেও নয়।”
বিএনপি যদিও উচ্চকক্ষে পিআরের বিপক্ষে নোট অব ডিসেন্ট দিয়েছে, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৭ দলের নিম্নকক্ষে পিআরের দাবি একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। অধ্যাপক আসিফ শাহান বলেন, “পিআরের মাধ্যমে সরকার গঠনে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আপনি আপনার এলাকার এমপিকে সরাসরি নির্বাচিত করতে পারবেন না— এমন কাঠামো মানুষ এখনো মানসিকভাবে গ্রহণ করতে প্রস্তুত নয়।”
তিনি আরও বলেন, “জামায়াত আন্দোলন করছে ভালো কথা, কিন্তু তাদের পরিস্কার কোনও গন্তব্য নেই। তারা পিআর বাস্তবায়নে কোন কাঠামো চায়, কিভাবে সংসদীয় আসনের প্রশ্নে সমাধান আসবে— এসব প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না।”
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি পিআর ইস্যুতে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে অনড় থাকে, তাহলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে। এতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে বলে মত দিয়েছেন তারা।
আরও পড়ুন
- ১ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
- ২ জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু
- ৩ সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর পূজার আহ্বান: সাদিক কয়েম
- ৪ চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক
- ৫ ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- ৬ মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার
- ৭ কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
- ৮ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক
- ৫ ৬ অক্টোবর বিসিবি নির্বাচন
- ৬ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৭ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৮ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৯ লাদাখে আহত সালমান খান
- ১০ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই