২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৪:৩০

শিরোনাম এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo

এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত

এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন নিয়ে সতর্কবার্তার পরদিনই সংস্থার সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত করেছে সরকার।

রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত বছরের ৯ অক্টোবর এনবিআরের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব নীতি সংস্কার, সুশাসন ও অংশীজন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠিত হয়। তবে সংস্থাকে দুটি ভাগে করার বিষয়টি কমিটির কাজের অংশ ছিল না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিটির সদস্য ও এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন সতর্ক করে বলেন, ‘‘রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা ভাগ করলে জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।’’ একইদিন সাবেক চেয়ারম্যান মজিদও একই মন্তব্য করেন।

এর আগে চলতি বছরের ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে। এরপর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

এ পরিস্থিতিতেই কমিটির বিলুপ্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন