২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২১:০৭

শিরোনাম ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল Logo পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo

নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন

নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৮

নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। খুব শিগগিরই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত ‘রেকগনিশন: এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীদের ঘরে অবৈতনিক গৃহস্থালি কাজের অবদান অর্থনীতিতে বিশাল হলেও তার রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, অবৈতনিক গৃহস্থালি কাজের অর্থমূল্য বছরে প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৮.৯%।

এর মধ্যে নারীদের অবদান ৮৫%, যা জিডিপির ১৬.১৪%-এর সমান।

প্রত্যেক কর্মস্থলে বাধ্যতামূলক ডে কেয়ার সুবিধা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে আলোচনায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অবদানের স্বীকৃতি ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়। এডিবি, ইউএন উইমেন, কানাডিয়ান হাইকমিশনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং নারী অধিকার ও সমতা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘‘আজ সরকারের স্বীকৃতি আমাদের স্বপ্ন পূরণের পথে এক বিশাল অগ্রগতি।’’

পরিশেষে, ‘মর্যাদায় গড়ি সমতা’ প্রচারাভিযানের মাধ্যমে নারীর অবৈতনিক শ্রমের সামাজিক স্বীকৃতি ও নীতিগত অগ্রগতি নিশ্চিতের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন