২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২১:০৯

শিরোনাম ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল Logo পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত, দুই সড়কে অবরোধ শিথিল

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত, দুই সড়কে অবরোধ শিথিল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৭

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। তারা গুইমারা উপজেলার বাসিন্দা বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন।

নিহতরা হলেন- আথ্রাউ মারমা (২৪),আথুইপ্রু মারমা (২৬),থোয়াইচিং মারমা (২৪)

খাগড়াছড়ির সিভিল সার্জন জানান, মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, গুইমারার রামসু বাজার এলাকায় পাহাড়ি দুর্বৃত্তদের গুলিতে এ ঘটনা ঘটে।

ধর্ষণের প্রতিবাদে চালানো জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আংশিক শিথিল করা হয়েছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

আরও পড়ুন