২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৯:৪১

শিরোনাম পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo

টাঙ্গাইলে ২১ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

টাঙ্গাইলে ২১ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৭

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় ফেটে যাওয়া গ্যাস পাইপলাইন মেরামতের পর দীর্ঘ ২১ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে পুনরায় গ্যাস সঞ্চালন শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুরে একটি গ্যাস পাইপলাইন হঠাৎ বিস্ফোরিত হয়ে ফেটে যায়। এতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সদর ও মির্জাপুর উপজেলার অন্তত ১৪ হাজার গ্রাহক গ্যাস সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

পাইপলাইনের ওপর দিয়ে বিদ্যুৎ লাইনের খুঁটি থাকায় বিপজ্জনক পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিকভাবে সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়।

তিতাস গ্যাসের গাজীপুর চন্দ্রা অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, পাইপ ফাটার পরপরই জরুরি ভিত্তিতে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সারারাত নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে সোমবার রাত ৩টার মধ্যে পাইপ মেরামত শেষ হয়। এরপর ভোর ৫টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন