জন্মদিন পালনকে কেন্দ্র করে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৯
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করতে গিয়ে কেক কাটার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নে একটি অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এরপর রাতেই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা সবাই যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে জানান, ‘রবিবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি ঘরোয়া আয়োজনে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলও হয়। উপস্থিত নেতাকর্মীরা কেক কাটার সময় স্লোগান দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি।’
ওসি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধেই এর আগেও নাশকতার একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।’
এদিকে স্থানীয় সূত্র জানায়, জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়ার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমানও উপস্থিত ছিলেন। তিনিই এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বলে জানা গেছে। তবে তিনি এখনো পুলিশের নজরদারির বাইরে রয়েছেন।
আরও পড়ুন
- ১ কুমিল্লা ও রাজশাহী নিয়ে দোটানায় মিম
- ২ খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত, দুই সড়কে অবরোধ শিথিল
- ৩ রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে এডিবির ৮৭ মিলিয়ন ডলারের সহায়তা
- ৪ দর্শনা সীমান্তে ৫৮ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- ৫ ডাবল রোলে ববি
- ৬ পিরোজপুরে দুই নারী নকলনবিশের কাছে মিলল ৬৭ হাজার টাকা
- ৭ পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত
- ৮ দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে: রিজভী
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৫ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার কোটা নিয়ে সেমিনার
- ৬ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৭ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৮ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ