২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৯:২৫

শিরোনাম পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo

জন্মদিন পালনকে কেন্দ্র করে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

জন্মদিন পালনকে কেন্দ্র করে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৯

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করতে গিয়ে কেক কাটার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নে একটি অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এরপর রাতেই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা সবাই যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে জানান, ‘রবিবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি ঘরোয়া আয়োজনে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলও হয়। উপস্থিত নেতাকর্মীরা কেক কাটার সময় স্লোগান দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি।’

ওসি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধেই এর আগেও নাশকতার একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।’

এদিকে স্থানীয় সূত্র জানায়, জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়ার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমানও উপস্থিত ছিলেন। তিনিই এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বলে জানা গেছে। তবে তিনি এখনো পুলিশের নজরদারির বাইরে রয়েছেন।

আরও পড়ুন