২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২২:৩৫

শিরোনাম রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবির ৮৬.৭ মিলিয়ন ডলার ঋণ-অনুদান Logo ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল Logo পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo

প্রচলিত নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না: ফয়জুল করীম

প্রচলিত নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না: ফয়জুল করীম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত বছর ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন এবং চোখ হারিয়েছেন একটি সুন্দর দেশ গঠনের স্বপ্নে। তিনি বলেন, বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ তৈরি করে যা দেশের সম্পদ বিদেশে পাচার ও চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি বাংলার মাটিতে আর দেখতে চান না।

তিনি পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এই পদ্ধতি চালু হলে সুষম সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি রয়েছে এবং নতুন দেশগুলোও এতে ঝুঁকছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের বিচারের দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিরোধিতা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, গণভোটের মাধ্যমে জনগণের মত জানতে হবে যে তারা কোন পদ্ধতিতে নির্বাচন চান। এক নাগরিক পরিচালিত জরিপে ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান যে, নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হোক, হত্যাকাণ্ডের বিচার হোক এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা হোক।

আরও পড়ুন