২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৮:১০

শিরোনাম রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ Logo আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo

নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪০

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য তালিকায় যুক্ত হচ্ছে আরও পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর মধ্যে রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। এসব পণ্য যুক্ত হলে দেশের দরিদ্র জনগোষ্ঠী আরও কম মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব তথ্য জানান। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকার পার্শ্ববর্তী জেলার প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে এই পাঁচটি নতুন পণ্য সংযুক্ত হলে দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি পাবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেও এটি সহায়ক হবে।”

আরও পড়ুন