সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৯
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর ব্যক্তিগত সহকারী (পূর্বে পিএস) ও বান্ধবী তৌফিকা করিম-এর নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। অভিযোগ অনুযায়ী এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা।
আদালতে উত্থাপিত তথ্যে বলা হয়েছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ক্ষমতার অপব্যবহার ও পদসামর্থ্য ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কৌশলে অর্থ উপার্জন করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—আদালতে আসামি জামিন, নিয়োগ-বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্মের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় এবং বিদেশে অর্থ স্থানান্তর করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ গড়েছেন।
দুদক বা অভিযোগ সূত্র মতে, ওই ১১৪টি অ্যাকাউন্টে মোট জমা ছিল ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা, আর উত্তোলন হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা। অ্যাকাউন্টগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা জমে আছে।
আদালত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা গেছে তিনি সংঘবদ্ধভাবে বিভিন্ন দেশে অর্থপাচার করে মানি লন্ডারিং সম্পর্কিত অপরাধে জড়িত থাকতে পারেন। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারার ভিত্তিতে এসব অ্যাকাউন্ট স্থায়ীভাবে অবরুদ্ধ (ফ্রিজ/জব্দ) করা জরুরি বলে আদালত নিশ্চিত করেন, যাতে তদন্ত চলাকালীন অর্থ অন্যত্র হস্তান্তর না করা যায়।
আদালতে সরকারি পক্ষে যুক্তি উপস্থাপনকারী কানের্তব্যে এই আচরণকে “রাষ্ট্রীয় তহবিল ও জনগণের আস্থার বিরুদ্ধে গুরুতর অপরাধ” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত ও সুষ্ঠু অনুসন্ধানের প্রয়োজনে ওই সব হিসাব জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত তৌফিকা করিম কিংবা তার আইনজীবীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত সংক্রান্ত অন্যান্য তথ্য ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আদালত কিংবা তদন্ত সংস্থার পক্ষ থেকে আলােচনা বা নোটিশ পাওয়া গেলে আপডেট দেয়া হবে।
আরও পড়ুন
- ১ কুমিল্লা ও রাজশাহী নিয়ে দোটানায় মিম
- ২ খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত, দুই সড়কে অবরোধ শিথিল
- ৩ রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে এডিবির ৮৭ মিলিয়ন ডলারের সহায়তা
- ৪ দর্শনা সীমান্তে ৫৮ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- ৫ ডাবল রোলে ববি
- ৬ পিরোজপুরে দুই নারী নকলনবিশের কাছে মিলল ৬৭ হাজার টাকা
- ৭ পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত
- ৮ দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে: রিজভী
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৫ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার কোটা নিয়ে সেমিনার
- ৬ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৭ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৮ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ