২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৫:২৫

শিরোনাম আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন Logo শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo

২ শিবির নেতাকে গুলি: তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

২ শিবির নেতাকে গুলি: তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৯

যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া তিন পুলিশ সদস্য হলেন:
উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম,তৎকালীন কনস্টেবল সাজ্জাদুর রহমান,কনস্টেবল জহরুল হক।

২০১৬ সালে যশোরের চৌগাছা থানা এলাকায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন ছাত্রশিবিরের দুই নেতা। পথে পুলিশ তাদের আটক করে থানায় নেয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর একটি চুক্তির কথা বলা হয়। কিন্তু আদালতে হাজির না করে তাদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে দুই হাঁটুতে গুলি করা হয়। পরে “বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ” দাবি করে তাদের আদালতে তোলা হয়।
শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে, দুইজনেরই পা কেটে ফেলতে হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি তিন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৫ দিনের মধ্যে পৃথকভাবে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আরও পড়ুন