২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৬:৫১

শিরোনাম সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ Logo আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০২

গাজীপুরের সালনা এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা চৌরাস্তা এলাকায়।

নিহতরা হলেন—দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালক এমদাদুল হক (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন