২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৮:১০

শিরোনাম রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ Logo আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo

সিরাজগঞ্জে বাসচাপায় কিশোর নিহত, বিক্ষোভে বাসে আগুন

সিরাজগঞ্জে বাসচাপায় কিশোর নিহত, বিক্ষোভে বাসে আগুন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৫

সিরাজগঞ্জের কাজিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাওসার আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে, মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায়। নিহত কিশোর কাওসার আলী উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কাওসার সাইকেলে করে সোনামুখী বাজারে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে এবং বাসটিকে আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসচালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কাজিপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুন