২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৯:২৬

শিরোনাম পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo

বাঘাইছড়িতে সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর ব্যবস্থা : লে. কর্নেল জাহিদুল

বাঘাইছড়িতে সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর ব্যবস্থা : লে. কর্নেল জাহিদুল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৯

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাঘাইছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। এ সময়, কোনো প্রকার গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সেইসাথে, কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

মত বিনিময় সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে চলমান দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা নিয়ে যেন বাঘাইছড়িতে কোনো প্রকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয় তার জন্য সকল স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও হেডম্যান-কার্বারীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জোনের উপঅধিনায়ক মেজর মুহাম্মদ শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন কারবারি সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন