২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৯:২৬

শিরোনাম পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত Logo নারীদের কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাবেন Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া: ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই Logo রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০১

সরকার উৎখাতের উদ্দেশ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত ৬ দিন মঞ্জুর করেন।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মিলিতভাবে এই ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকায় সন্দেহজনক আচরণের জন্য এনায়েত করিমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করেন এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে গোপন মিশনে বাংলাদেশে এসেছেন বলে স্বীকার করেন। তার কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন