গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০০
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দিতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। পরে প্রশাসনের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন আগামী মঙ্গলবারের মধ্যে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। এতে হতাশ হয়ে তারা সকাল থেকেই সড়ক অবরোধের মাধ্যমে তাদের দাবি জানাতে বাধ্য হন। কারখানার সুইং বিভাগের অপারেটর সাথি আক্তার বলেন, “বেতন না পেয়ে আমরা বিপাকে পড়েছি, বিশেষ করে সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা চলছে।”
শ্রমিক আলমগীর হোসেন জানান, “বেতন না পেলে পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো গুরুত্ব দেয় না।” অন্যদিকে, শ্রমিকরা মনে করছেন, বেতন বাকি রেখে গোপনে কারখানা বিক্রির চেষ্টা চলছে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কেউ মন্তব্য করতে রাজি হননি।
শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে এবং কারখানা নিয়মিত চালু থাকবে।”
আরও পড়ুন
- ১ টাঙ্গাইলে ২১ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
- ২ জন্মদিন পালনকে কেন্দ্র করে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
- ৩ রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪ বাঘাইছড়িতে সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর ব্যবস্থা : লে. কর্নেল জাহিদুল
- ৫ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
- ৬ গাজীপুরে ২১০ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার
- ৭ সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
- ৮ জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৫ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৬ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৭ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা
- ৮ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার কোটা নিয়ে সেমিনার
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ