২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৮:১১

শিরোনাম রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ Logo শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা Logo সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ Logo আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo

অস্কারে মেহজাবীনের ‌‘সাবা’ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ঝাড়লেন রাজীব

অস্কারে মেহজাবীনের ‌‘সাবা’ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ঝাড়লেন রাজীব

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৭

৯৮তম অস্কার আসরে বাংলাদেশের পক্ষ থেকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। বাংলাদেশ অস্কার কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এবারের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পাওয়া সত্ত্বেও 'সাবা' মনোনয়ন না পাওয়ায় নির্মাতা আদনান আল রাজীব হতাশা প্রকাশ করেছেন। একইসঙ্গে তার বক্তব্যে সুর মিলিয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন।

গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। একজন তালাকপ্রাপ্ত নারীর জীবন-সংগ্রাম, সামাজিক চাপ এবং আত্ম-আবিষ্কারের গল্প ফুটে উঠেছে সিনেমাটিতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। সিনেমাটি এরইমধ্যে লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও মুম্বাইয়ের উৎসবে প্রদর্শিত হয়েছে।

‘সাবা’র পরিচালক ও অভিনেত্রী মেহজাবীনের স্বামী আদনান আল রাজীব ফেসবুকে লিখেছেন, "একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পায়, অথচ দেশের অস্কার কমিটি সেটিকে গুরুত্ব না দিয়ে অন্য ছবিকে মনোনয়ন দেয়, তখন তা হতাশাজনক।"

তিনি আরও বলেন, “আমাদের কমিটিগুলোর মধ্যে প্রকৃত উদ্দেশ্যের অভাব রয়েছে। আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ, কারণ আমরা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিই।”

আরও পড়ুন