২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৫:৩৮

শিরোনাম আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন Logo শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo

খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র

খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৫

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরী ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ, সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব থাকার অভিযোগ উঠেছে। এই ‘নীরবতা’ এবং দলের কিছু নেতার মিথ্যাচারকে কেন্দ্রে নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি জানান।

অলিক মৃ তার পোস্টে লিখেন, “খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যা করার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।”

অলিক মৃ বলেন, “দলের এই নীরবতা ও মিথ্যাচার আমার বিশ্বাস এবং আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আমি এ অবস্থায় দলের সঙ্গে থাকা চালিয়ে যেতে পারছি না।”

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের অভিযোগে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। বিক্ষোভকারীরা এই ঘটনায় ন্যায়বিচারের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন।

আরও পড়ুন