ঝালকাঠিতে সুপেয় পানির তীব্র সংকট

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫৫
ঝালকাঠিতে দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এমন পরিস্থিতিতে গভীর নলকূপ থেকেও পানি উঠছে না বা অত্যন্ত কম প্রবাহিত হচ্ছে। ফলে শহর-গ্রাম সবখানেই দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিশেষ করে টিউবওয়েল থেকে পানি তুলতে বর্তমানে ঘণ্টাখানেক সময় দিতে হচ্ছে, আবার পানিও ঝিরঝিরে পড়ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা পানির জন্য বিশেষ কষ্ট পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বে যেখানে মাটির ৭০০ থেকে ৮০০ ফুট গভীর থেকে পানি পাওয়া যেত, বর্তমানে এক হাজার ফুট গভীর থেকেও পানি তোলা কঠিন হয়ে পড়েছে। ফলে খাবার পানির ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।
জেলা শহরের বাসিন্দা মনির হোসেন মিন্টু বলেন, “এখন প্রায় সব নলকূপ থেকে পানি উঠছে না, আধাঘণ্টা চেপে থাকলেও পানির পরিমাণ খুব কম। এ কারণে পানের পানি পেতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে।”
পরিবেশবিদ ও নাগরিক সংগঠক মাহাবুব সৈকত বলেন, “পৌরসভার পাম্পের মাধ্যমে যে পানি সরবরাহ করা হয়, তা অধিকাংশই ভূগর্ভস্থ পানি, যা অপচয় হচ্ছে গোসল ও ধোয়া-মোছার কাজে। যদি পানি সরবরাহের জন্য উপরিভাগের পানি ব্যবহার করা হয়, তাহলে ভূগর্ভস্থ পানির সংকট অনেকটাই কমানো সম্ভব।”
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল জানান, “জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কৃষিতে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার ও শক্তিশালী মেশিনের মাধ্যমে পানি উত্তোলনের ফলে মাটির পানির স্তর নেমে যাচ্ছে। তাই বৃষ্টির পানি সংগ্রহ ও পুকুর-জলাশয় থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধ করার প্রকল্প শুরু করা হয়েছে, যা এই সংকট নিরসনে সহায়ক হবে।”
ঝালকাঠি জেলায় প্রায় ৭ লাখ মানুষ বাস করে এবং অধিকাংশই পানি সংগ্রহে গভীর নলকূপের ওপর নির্ভরশীল। বর্তমানে এই সংকট তাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
আরও পড়ুন
- ১ সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ
- ২ নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য
- ৩ অস্কারে মেহজাবীনের ‘সাবা’ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ঝাড়লেন রাজীব
- ৪ সিরাজগঞ্জে বাসচাপায় কিশোর নিহত, বিক্ষোভে বাসে আগুন
- ৫ বোমা হুমকিতে থালাপতি বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার
- ৬ জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন
- ৭ পিআর পদ্ধতিতে নির্বাচন গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে: হাফিজ
- ৮ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৫ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৬ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই
- ৭ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৮ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ