২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৬:৫১

শিরোনাম সাকিবের বিরুদ্ধে অর্থপাচার তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন Logo অসুরকে বিকৃতভাবে উপস্থাপন, পূজা উদযাপন পরিষদের উদ্বেগ Logo আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo

৩ দিন পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

৩ দিন পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৫

তিন দিন বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার দূরপাল্লার বাস চলাচল ফের শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।

তিনি জানান, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় আপাতত বাস চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। এ বিষয়ে ঢাকার গাবতলীতে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল একযোগে বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতিতে যান।

ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল, হানিফ, গ্রামীণসহ অধিকাংশ পরিবহন সংস্থা তাদের বাস চালানো বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী।

এই সময়কালে শুধুমাত্র একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল বাস সীমিত সংখ্যায় চলাচল করে। তবে তা চাহিদা পূরণে ছিল অপর্যাপ্ত।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব বলেন, “দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আপাতত বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন