১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৯

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১৭:৩৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মী ও আরও একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন—বেবিচকের বোর্ডিং ব্রিজ অপারেটর মো. কবির হোসেন (৫৩) এবং কুদ্দুছ (৪১)।

এপিবিএন সূত্র জানায়, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট ব্যাগ দিচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এপিবিএনের সদস্যরা।

জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন উত্তর দিলে তাদের এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের তল্লাশি চালিয়ে একটি ছোট ব্যাগ থেকে ৪টি গোল্ডবারসহ অন্যান্য স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে আনা হয়েছিল এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তারা রিসিভার হিসেবে কাজ করতেন এবং শুল্ক ফাঁকি দিয়ে মূল্যবান স্বর্ণ বাংলাদেশে আনতেন।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকা চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে তৎপর রয়েছি। ভবিষ্যতেও এই ধরনের অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে।”

ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন