ভাড়াটে খুনি দিয়ে রাউজানে বিএনপি কর্মীকে হত্যা
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৮:৩৩
চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর বিকেলে আবদুল হাকিম প্রাইভেট কারে করে নগর থেকে নিজ গ্রাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের হামিম অ্যাগ্রো ফার্মে যান। ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে ঘটনাস্থলেই হাকিম নিহত হন এবং তাঁর গাড়িচালক গুলিবিদ্ধ হন।
ঘটনার তদন্তে নেমে ৩১ অক্টোবর রাউজানের গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং ১ নভেম্বর আদালতে জবানবন্দি দেন।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে মো. মারুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্য অনুযায়ী পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে।
অভিযানে হত্যায় ব্যবহৃত দেশি তৈরি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, “গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও স্থানীয় তথ্য অনুযায়ী, কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দুটি দল এতে অংশ নেয়।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও ১০ থেকে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং তাঁদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন
- ১ বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে আকিজের ইলেকট্রিক বিপ্লব
- ২ মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল
- ৩ পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরান
- ৪ চাঁদপুরে আলুচাষিরা মারাত্মক আর্থিক সংকটে
- ৫ অ্যাশেজ সিরিজ: বার্মি আর্মির লক্ষ্য এবার স্টিভ স্মিথ
- ৬ সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
- ৭ জকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৮ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা
- ১ ঢাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
- ২ ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৩ নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪ মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক
- ৫ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
- ৬ চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’
- ৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
- ৮ নারী বিশ্বকাপ ফাইনাল: শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
- ৯ দেশে পাঙাশ মাছের সবচেয়ে বড় আড়ত এখন গাবতলীতে
- ১০ চট্টগ্রামে সন্ত্রাসের ছায়া: বড় সাজ্জাদের অনুসারীদের জোড়া খুন
