০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:২৬

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

ভাড়াটে খুনি দিয়ে রাউজানে বিএনপি কর্মীকে হত্যা

ভাড়াটে খুনি দিয়ে রাউজানে বিএনপি কর্মীকে হত্যা

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৮:৩৩

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর বিকেলে আবদুল হাকিম প্রাইভেট কারে করে নগর থেকে নিজ গ্রাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের হামিম অ্যাগ্রো ফার্মে যান। ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে ঘটনাস্থলেই হাকিম নিহত হন এবং তাঁর গাড়িচালক গুলিবিদ্ধ হন।

ঘটনার তদন্তে নেমে ৩১ অক্টোবর রাউজানের গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং ১ নভেম্বর আদালতে জবানবন্দি দেন।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে মো. মারুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্য অনুযায়ী পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে।

অভিযানে হত্যায় ব্যবহৃত দেশি তৈরি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, “গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও স্থানীয় তথ্য অনুযায়ী, কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দুটি দল এতে অংশ নেয়।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও ১০ থেকে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং তাঁদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন