০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:৪৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে। এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।”

ইসি আরও জানিয়েছে, ফরম-১৩ নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd
-এ পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুন