৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:২৭

শিরোনাম চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo ৭ দাবি না মানলে কাল থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি Logo শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা Logo কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ Logo

চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’

চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩৯

পাবনা, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহী—পদ্মা নদীর চার জেলাজুড়ে বিস্তৃত চরাঞ্চলে 'কাকন বাহিনী' নামে এক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ব্যাপক ত্রাস সৃষ্টি করেছে। বাহিনীর প্রধান ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান কাকন। অভিযোগ রয়েছে, এই বাহিনী স্পিডবোটে সশন্ত্র মহড়া দিয়ে বালুমহাল নিয়ন্ত্রণ, জমি দখল, ডাকাতি ও চাঁদাবাজি করছে। কৃষকদের চাঁদা না দিয়ে ফসল ঘরে তুলতে দেওয়া হয় না।

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে কাশবন দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে আমান মণ্ডল ও নাজমুল মণ্ডল নামে দুই কৃষক নিহত হন। এই ঘটনায় কাকন বাহিনীরও এক সদস্য মারা যায়। এর আগে ১৩ অক্টোবর ঈশ্বরদীতে একটি বালুঘাটে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, কাকন প্রায় ২০ বছর আগের কুখ্যাত 'পান্না বাহিনী'র সদস্য ছিলেন। পান্না 'ক্রসফায়ারে' নিহত হওয়ার পর কাকন নতুন করে এই বাহিনী গড়ে তোলেন। চলতি বছরেই কাকন বাহিনীর বিরুদ্ধে ৬টি মামলা হলেও তদন্তে ধীরগতি রয়েছে।

এদিকে, দুই কৃষক খুনের ঘটনায় বৃহস্পতিবার কুষ্টিয়া পুলিশ দুর্গম চরে সাঁড়াশি অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এই বাহিনীর বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন