০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:০২

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৬:৩৮

নোয়াখালী চাটখিল থানায় মামলা দায়ের করেছে সিআইডি, অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। সিআইডি জানিয়েছে, জাহাঙ্গীর আলম ২০০৯ সালে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দফতের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন।

তবে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, ব্যবসার আড়ালে জাহাঙ্গীর আলম অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম চালিয়েছেন। কোম্পানির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে, যার বৈধ উৎস পাওয়া যায়নি। প্রাথমিক প্রমাণে জানা গেছে, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার এবং ভাই মনির হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া, তারা ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে সিআইডি জানিয়েছে। জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী ২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন।

সিআইডি এই মামলার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন এবং মানিলন্ডারিং-এর অভিযোগের সত্যতা যাচাই করতে কাজ করছে।

আরও পড়ুন