০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:০৮

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু

চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৫৮

অনিয়ম ও দুর্নীতির কারণে আর্থিক সংকটে পড়া দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে—‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই পাঁচটি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে নতুন ব্যাংকটিকে সরকারি খাতের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দেবে, যার অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক সুকুক বন্ডের মাধ্যমে দেওয়া হবে। নতুন ব্যাংকের মোট পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা।

একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নে গঠিত কমিটি নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার কাজ করছে, যা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যে পাঁচটি ব্যাংক থেকে তথ্য সংগ্রহ এবং জনবল ও শাখা নেটওয়ার্ক ব্যবস্থাপনার পরিকল্পনা শুরু করেছেন। অনেক জেলা শহরে থাকা একাধিক শাখা কমিয়ে এনে কিছু শাখা উপজেলা পর্যায়ে স্থানান্তর করা হতে পারে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই ব্যাংক পাঁচটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে কার্যক্রম শুরু করবে।

আরও পড়ুন