০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৭:৩৫

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল

হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ২৩:৪৪

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে গেলেও বর্তমান প্রশাসন তার নেতাকর্মীদের নিরাপত্তা দিচ্ছে। তিনি বলেন, “আমরা আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের বলেছি—রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। কাউকে আইন হাতে তুলে নিতে দিইনি।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেন, “যারা এখনো ষড়যন্ত্রের চিন্তা করছেন, তাদের জন্য সময় থাকবে না। দেশের মানুষ জেগে উঠেছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়, তখন শেখ হাসিনা চাইলে কারাগারে যেতে পারতেন বা বিচারের মুখোমুখি হতে পারতেন। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার আগে নিজের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের বিদেশে পাঠিয়ে দেন।

“তিনি নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন, দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন,” — বলেন মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, “সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে আগামী নির্বাচনের মূল লক্ষ্য। এবারের নির্বাচন হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি প্রতিষ্ঠার নির্বাচন। এটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।”

গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন