৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৪৯

শিরোনাম রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম  Logo আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo

পাঠাও অ্যাপে যুক্ত হলো সিএনজি, থাকছে ক্যাশব্যাক অফার

পাঠাও অ্যাপে যুক্ত হলো সিএনজি, থাকছে ক্যাশব্যাক অফার

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০০:৫০

বাংলাদেশের অন্যতম সুপার অ্যাপ 'পাঠাও' তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে একটি নতুন সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তাদের রাইডশেয়ারিং প্ল্যাটফর্মে সিএনজি অটোরিকশা যুক্ত করেছে। এর ফলে এখন থেকে পাঠাও ব্যবহারকারীরা একই অ্যাপে বাইক, কার এবং সিএনজি—এই তিনটি বাহনের সুবিধা পাবেন।

অ্যাপে আগের মতোই ‘CNG’ অপশন সিলেক্ট করে রাইড রিকোয়েস্ট করা যাবে। এই সেবায় যাত্রীদের জন্য 'বিডিং মডেল' সুবিধা রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমতো ভাড়া প্রস্তাব (বিড) করতে পারবেন।

পাঠাও জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে এই রাইডেও এসওএস বাটন, লাইভ লোকেশন শেয়ার এবং চালক ও যাত্রীর জন্য ১ লাখ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা থাকছে।

নতুন এই সেবা চালুকে ঘিরে ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রথম তিনটি রাইডে ১০ শতাংশ (সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক অফারও ঘোষণা করা হয়েছে।

 

আরও পড়ুন