৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:৪৭

শিরোনাম চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo ৭ দাবি না মানলে কাল থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি Logo শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা Logo কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ Logo

রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম 

রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম 

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩৪

শীতের আগমনে সবজির দাম কমে আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। এদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে আটার দাম। 

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

মূলত দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি এখন ৪০ থেকে ৬০ টাকার ঘরে, যা আগে ছিল আশি থেকে ১২০ টাকায়। মূলত শীত আসছে তাই সবজির দাম কমে আসতে শুরু করেছে। 

সরবরাহ ভাল হওয়ায় কিছুটা কমেছে মুরগীর দাম, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা; যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। ১০ টাকা কমে লেয়ার মুরগির কেজি এখন ৩০০ টাকা । এ ছাড়া গত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়। 

আরও পড়ুন